স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অফিসার ইনচার্জ বায়েজিদ বোস্তামী থানা মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় সিয়েরা-৩৪ (নৈশ) ডিউটি করাকালে গতকাল ৮ মার্চ রাত ২৩:০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ মোড়ে রাস্তার পূর্ব পাশে আকস্মিকভাবে চেকপোস্ট করাকালে একটি সিএনজি সন্দেহ হইলে থামানোর সংকেত দিলে সিএনজি থামানোর সাথে সাথেই ০৫ (পাঁচ) জন লোক পুলিশ দেখিয়া সিএনজি হইতে পালানোর সময় ০২ জন আসামীকে আটক করিলেও অপর ০৩ জন আসামী সিএনজি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামিদ্বয়ের নিকট হতে (i) ১টি বিদেশী সচল পিস্তল, (ii) ১টি পিস্তলের ম্যাগাজিন (iii) ০২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, উদ্ধার পূর্বক ০৯/০৩/২০২৫ইং তারিখ ০০.১০ ঘটিকার সময় জব্দ করা হয়। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহাদের নাম ঠিকানা'সহ পলাতক আসামি'দের নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাহারা পরস্পর জ্ঞাতসারে বর্নিত অস্ত্র হেফাজতে রাখিয়া চিনতাই সহ নানাবিধ অপরাধ জনক কর্মকান্ড সংগঠন করে মর্মে স্বীকার করে। ধৃত আসামীরা পরস্পর জ্ঞাতসারে বিদেশী পিস্তল হেফাজত, নিয়ন্ত্রন ও দখলে রাখার অপরাধে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং ১৭, তারিখ ০৯/০৩/২০২৫ ইং, ধারা- The Arms Act 1878 এর 19A এ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম-ঠিকানাঃ
১। মোঃ জালাল হোসাইন আশফাক (২০)
পিতা-মোঃ আমির হোসাইন,
মাতা-জেসমিনুর রহমান,
সাং-পশ্চিম শহীদ নগর, হাজী হামিদ আলীর বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ নাঈমুল হক নাহিয়ান (১৯)
পিতা-মোঃ শফিউল আলম,
মাতা-মোসাঃ শাহিদা আক্তার,
সাং-ধর্মপুর, সমিতির হাট, আবিদের বাড়ী, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম বর্তমানে-হামজারবাগ, সাজ্জাদের বাসা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।