মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে অজ্ঞাতনামা দুবৃত্তদের বোমা হামলায় বিএনপির ৩ নেতা-কর্মী মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে নেতা-কর্মীরা বসে থাকা অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটায়। তখন স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বোমা বিস্ফোরণে আহতরা হলেন-সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্লা (৬০) একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮)এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।
জানা যায়, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে নেতা-কর্মীরা বসে থাকা অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ বোমা হামলার ঘটনা ঘটায়। বোমাগুলি বিস্ফোরণের বিকট আওয়াজের শব্দ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। দুবৃত্তরা ৩টি বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। আহকদের মধ্যে ওয়াজেদ আলী তিতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন,ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অপরদিকে এ বোমা হামলা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।