মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজারে গনঅধিকার পরিষদের (জিওপি) বিক্ষোভ সমাবেশ ও গন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় গনঅভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতি পুরন ও গনহত্যার বিচার সহ ৫ দফা দাবীতে ঘন্টাব্যাপী এ গন মিছিল ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কালিয়া উপজেলার সভাপতি মোঃ ইকলাজ তালুকদার,, নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা ও ইনছান শিকদার প্রমুখ।
বক্তারা বলেন,, ৫ আগষ্টের পর ফ্যাসিস্ট সরকারের অনেক জুলুমকারী নেতারা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে। অতি বিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাছাড়া গণঅভ্যুত্থানে আমাদের যেসকল শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন বক্তারা। এসময় গনঅধিকার ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।