স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মাত্র ৬ দিন আগে প্রধান নির্বাচন কর্মকর্তাসহ কমিশনের সব সদস্য পদত্যাগ করার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায় ১০ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন কার্যক্রম।
এ অবস্থায় পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জহুরুল আলম ও অ্যাডভোকেট রফিক আহম্মদ।
এদের মধ্যে শামসুল আলম ও সৈয়দ আনোয়ার হোসেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের এবং অন্যরা বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।
গতকাল ১৬ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক বলেন, অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে।
১৩৩ বছরের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এবারই এ ধরনের ঘটনা ঘটেছে। এছাড়াও আওয়ামী লীগ পন্হী কোন আইনজীবী এ্যাডহক কমিটিতে না রাখায় সমালোচনা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী। তারা অভিযোগ করে বলেন, একটা পেশাজীবি সংগঠনকে যেভাবেই রাজনৈতিকভাবে দখলের পায়তারা করছেন তা ঠিক হয় নি। এ এ্যাডহক কমিটি গঠন করার মধ্যে দিয়ে নির্বাচন স্থগিত করার মূল রহস্য উন্মোচন হয়েছে বলে তারা মন্তব্য করেন।
তারা বলেন, এ ঘটনার মধ্যে দিয়ে তারা ১৩৩ বছরের গৌরবময় আইনজীবী সমিতির ইতিহাসকে কলংকিত করেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য সংখ্যা ৫ হাজার ৪০৪ জন।