মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে অবৈধ পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ ফেব্রæয়ারী (সোমবার) সকাল থেকে শুরু করে দিনব্যাপী কয়েকটি ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহযোগিতায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আছিফুর রহমানের নেতৃত্বে ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, এস্কেভেটর দিয়ে নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকার এস এস ব্রিক্স,আলম ব্রিক্স ও পহরডাঙ্গা গ্রামের একতা বিক্স, জয়নগর গ্রামের এম এম আর এস ব্রিক্স ও নাফিজ ইটের ভাটা উচ্ছেদ এবং কাঁচা ইট নষ্ট করাসহ ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আছিফুর রহমান বলেন, এ ৫টি ইটভাটা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। কালিয়া উপজেলার ৪৫ টি ভাটার মধ্যে মাত্র একটির বৈধতা আছে আর বাকি সব অবৈধ বলে জানান তিনি।