মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিরোজপুর ইন্দুরকানীতে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার (০২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিএনপি দলীয় অফিস কার্যালয়ে তিনশ’ অসহায়কে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট ও বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এইচ এম ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ন আহবায়ক মাস্তান হাফিজ, ফারুক হোসেন, জেলা মহিলা দলের নেত্রী রেহেনা হাফিজ, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক তানজিদ হাসান শাওন, ইন্দুরকানী উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, যুবনেতা শাহিদুল ইসলাম শহিদ, ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, কলেজ ছাত্রদলের সভাপতি বরকত উল্লাহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন ৫ আগষ্ট যে পরিবর্তন হয়েছে সেটা শুধু সরকার বা চেয়ার পরিবর্তন নয়, গুনগত পরিবর্তন। আমরা ৩টি নির্বাচনে ভোট দিতে পারিনি, ৩ টি নির্বাচনে আপনাদেরকে ও প্রয়োজন হয়নি আওয়ামীলীগ সব কেটে নিয়ে গেছে। ১৭ বছরে সমস্থ কিছু আওয়ামীলীগ সব লুটে নিয়েছে। তারা লুট করে দেশের টাকা বিদেশে নিয়ে গেছে, লুট এমন পর্যায় গিয়েছে যে আজ ডলারের অভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া গার্মেন্টস শিল্প আজকে শেষ হয়ে যাচ্ছে। ডলারের অভাবে আজকে কোন আমদানি রপ্তানি করা যাচ্ছে না। তিনি আরো বলেন এই যে, পরিবর্তন সে পরিবর্তনে এদেশের সকল মানুষ ছিলো তারা সবাই মিলে রক্ত দিয়ে জুলাই বিল্পব সংগঠিত করেছে এই জুলাই বিপ্লবে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী শহিদ হয়েছেন। এখনো অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছেন।