রফিকুল ইসলাম তুষারঃ
৩০ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারে পেঁয়াজ চাষী ও স্থানীয় কৃষক দের সাথে মতবিনিময় সভা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুজানগর উপজেলার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ ছাইফুল আলম এর সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সচিব তাঁর বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সম্পৃক্ত করণ, কৃষকদের সার্বিক সহযোগিতা ও কৃষি প্রনোদনার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো এবং দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করতে হবে। তিনি উপস্থিত প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন ও আধুনিক প্রযুক্তি (এয়ার ফ্লো) এর মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধিতির সুবিধা সম্পর্কে কৃষকদের মাঝে তুলে ধরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পাবনা অঞ্চল এর উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। এ মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলার প্রশাসন ও কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষক-কৃষানী, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ, সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ১০টি ইউনিয়ন থেকে আগত প্রন্তিক কৃষক পেঁয়াজ উত্তোলণের সময়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানী বন্ধ, পেঁয়াজের বীজের দাম কমানো ও সঠিক সময়ে বিতরণ, সারের দাম কমানো, সারের সংকট দূর করা সহ নানা দাবীর কথা তুলে ধরেন কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান মহোদয়ের কাছে।