পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গুরুতর আহতরা হলেন জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) এবং নাতি ইয়েনা (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবা গত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর যখম করে পরে পালিয়ে যায়।
এ সময় আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে পরব উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তবে আহত জেসমিন বেগমকে মাথা ও মুখমন্ডলে এলোপাথারি ভাবে কোপানোর কারনে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে স্বজনরা।
আবু হানিফ নামে আহতের এক নিকট আত্মীয় জানান, চুরি কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে পড়ে। হয়ত ঘরের লোকজন তাদেরকে চিনে ফেলায় কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ঘটনার সময় বাড়িতে আহত ওই তিনজন ছাড়া কোন পুরুষ লোক ছিল না।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদকেটে ঢুকে মা-মেয়ে সহ তিন জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।