নিজস্ব প্রতিবেদক:
ছাত্র ফেডারেশন এর প্রতিষ্ঠার ৪০ বছর উপলক্ষে
আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে একটি ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজ করা হয়।
এই ছাত্র সমাবেশের মূল লক্ষ্য হলো:
জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি।
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন।
আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ ছাত্র-জনতাকে এই ছাত্র সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আগামী ৩১ জানুয়ারির কর্মসূচিতে সকল ছাত্র, যুবক ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে একযোগে প্রচারণা চালানো হবে।