তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
মাঘ মাসের শুরুতেই আবারও দ্বিতীয় বারের মতো মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ জেলায় গতকালকের তুলনায় আজকে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে । তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে । তবে উত্তরের হিমেল বাতাস আর কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় তেতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর তিন ঘন্টা আগে সকাল ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস একই তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ।যা গতকাল শনিবার ১৮ জানুয়ারি সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে,উত্তরের হিমেল বাতাসে মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে পঞ্চগড় জেলা। সন্ধ্যার পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
অন্যদিকে, তীব্র কনকনে তীব্র শীতে মাঝারি শৈত্য প্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড় পরতে হবে। গরম খাবার খেতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,হিমালয় পর্বতের নিকটবর্তী উত্তরের জেলা পঞ্চগড় মাঝারি শৈত্য প্রবাহ বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ রোববার সকাল ৯ টায় তেতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর তিন ঘন্টা আগে সকাল ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। যা গতকাল শনিবার সকাল ৯ টায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে ।
এম মোবারক হোসেন
পঞ্চগড় /১৯ জানুয়ারি ২৪
০১৭১৮৭৭২৭৪৯