জাতীয় সংস্থা বেতিয়ান ফাউন্ডেশনের ব্যানারে, বলিউড অভিনেত্রী ও মডেল দীপশিখা নাগপাল হিমাচল প্রদেশের ব্যক্তিত্বদের সম্মানিত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার পর্যটন বিভাগের বিধায়ক নাগরোটা বাগওয়ান আরএস বালি। এই উপলক্ষ্যে হিমাচল প্রদেশের সেই ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় যারা হিমাচল প্রদেশের সংস্কৃতিকে দেশে ও রাজ্যে বিখ্যাত করে তুলেছেন। অনুষ্ঠানে তরুণ কবি ও লেখক ডঃ রাজীব ডোগরা, আপনা এন্টারটেইনমেন্টের সভাপতি সুমিত গুপ্ত সহ হিমাচল প্রদেশের এক নম্বর মূক শিল্পী টিঙ্কু বিহান এবং দেশরাজ রানা জিকে দীপশিখা নাগপাল সম্মানিত করেন। এর সাথে মিস ইন্ডিয়া রাশিন শর্মা এবং মিসেস রিপাবলিক অফ ইন্ডিয়া রুশাল বিগও মডেলিংয়ের ক্ষেত্রে বলিউড অভিনেত্রী দীপশিখা নাগপালের কাছ থেকে বিশেষ সম্মান পান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে বেতিয়ান ফাউন্ডেশনের জাতীয় সভাপতি ডাঃ জ্যোৎসনা জৈন এবং এমডি প্রাঞ্জল জৈন সকল অতিথিদের ধন্যবাদ জানান, সংগঠনের জাতীয় সমন্বয়ক সন্দীপ চৌধুরী, রাজ্য উপ-সচিব সুরেন্দ্র পাল এবং রাজ্য সম্পাদক সঞ্জীব গুপ্ত সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানান।