আতাউর রহমান তুহিন, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলায় মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে পিতার ওয়ারেশ সুত্রের জমি ভাইয়ের কাছে বোন চাওয়ায়, বোন ও ভাগনী কে হাতুড়ি দিয়ে মেরে রক্তাক্ত জখম করেছে আব্দুর রাজ্জাক গাজী, আশরাফুল গাজী, রাজা গাজী।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খুকুমণি (৫৫), ও তার ছেলে বাহারুল ইসলাম (২৮)। আহতরা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
আহত খুকুমণি বলেন , সকালে আমার ভাই আব্দুর রাজ্জাক কে আমার পিতার ওয়ারেশ সুত্রে যে জমি পাবো সেই জমির কথা বলিলে আমার ভাই আব্দুর রাজ্জাক গাজী, ভাইপো আশরাফুল ও ভাইপোর ছেলে রাজা আমার ও আমার ছেলে বাহারুলকে মেরে রক্তাক্ত জখম করে।
আহত বাহারুল বলেন, আমার মা মামার কাছে জমির কথা বলিলে মামা আমার মাকে যখন মারে তখন আমি ঠেকাইতে গেলে আব্দুর রাজ্জাক, আশরাফুল ও রাজা আমাকে এলোপাতাড়ি ও হাতুড়ি দিয়ে মেরে রক্তাক্ত জখম করে।
স্থানীয় ব্যক্তি আব্দুস সামাদ ও গোলাম রসুল বলেন, আমরা ঘটনাস্থলে যাইয়া দেখি রাজ্জাক গাজী, আশরাফুল, রাজা ভিকটিমদের মারপিট করে এবং আহত ব্যক্তিদের কে হাসপাতালে নিয়ে যাই তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক বলেন, ঘটনা সম্পর্কে আমরা কিছু জানিনা তবে লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।