মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী পল্টন প্রতিনিধি:
আজ ০৪ জানুয়ারি ২০২৫, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’ শীর্ষক গণসংলাপ।
উক্ত গণসংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিফ দেওয়ান (আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ) এবং মনিরুল হুদা বাবন (আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর)।
সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সেলিমুজ্জামান (সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ) এবং মাহবুব রতন (সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর)।
গণসংলাপে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, যারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মতামত প্রদান করেন।
বক্তারা বলেন আমরা বিশ্বাস করি, একটি সমতাভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আলোচনা নতুন দিগন্ত উন্মোচন করবে।