তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হাসানের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হাসানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক মো.শাহাদাত হোসেন রঞ্জু,
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত কবির,উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন,উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস,উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মো আল-আমীন,তেঁতুলিয়া সাব রেজিস্ট্রার মো.রাশেদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন,উপজেলা মৎস অফিসার মাহবুবর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেন প্রমুখ।