রফিকুল ইসলাম তুষার:
পাবনার সুজানগরে উৎসব মুখর পরিবেশে সুজানগর মহিলা ডিগ্রী কলেজের নবগঠিব এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। বৃস্পতিবার ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় কলেজ অধ্যক্ষের অফিস কক্ষে তারা আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় উল্লেখিত কলেজের শিক্ষক বৃন্দ নব গঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর নব গঠিত এডহক কমিটির সভাপতি ৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ কলেজের শিক্ষক,স্থানীয়গণ্যমান্য ব্যাক্তি ও সাংবাদিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিয় কালে এডহক কমিটির সভাপতি অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন বিগত কমিটির মেয়াদ কাল শেষ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ আমরা উৎসব মুখর পরিবেশে এডহক কমিটির দায়িত্বভার গ্রহণ করলাম। এই এডহক কমিটি ইস্যুর তারিখ হইতে আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানায়। নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা ছিলাম। আমি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সব সময় সংগ্রাম করে গেছি। সুজানগর মহিলা ডিগ্রী কলেজে আমাকে সভাপতি করা হয়েছে। কলেজের উন্নয়ন ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো। গঠনতন্ত্র মোতাবেক অনূর্ধ্ব ৬ মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করে একটি নতুন কমিটি উপহার দেব। এছাড়া পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডলকে বাকি ৩ জনের মধ্যে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) আব্দুল লতিফ বিদ্যোৎসাহী সদস্য, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা হিতৈষী সদস্য এবং কলেজের শিক্ষকদের মধ্য থেকে সহকারী অধ্যাপক জহুর আহম্মদ সরকার নিক্সন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।