রফিকুল ইসলাম তুষার:
মহান বিজয় দিবস উপলক্ষে সুজানগরে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর এক টায় থানা মোড় থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের প্রাণ কেন্দ্র মন্ডল মর্কেটে এসে পথসভায় মিলিত হয়।
পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৬৯ পাবনা-২ সাবেক সংসদ সদস্য এডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম। পথসভায়টি সঞ্চালনা করেন সুজানগর উপজেলার সাবেক ছাত্রনেতা ও বি এন পি নেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামানিক, সিদ্দিকুর রহমান,আলম শেখ, উপজেলা যুবদলের আহব্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন,সেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনি, রাশেদুল ইসলাম, শফিউল আজম, জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক ফজলু, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, রতন বিশ্বাস, সাহেব মন্ডল, পৌর সেচ্ছাসেক দলের আহব্বায়ক মোঃ সুজা উদ্দিন, সদস্য সচিব মোঃ বিপুল, সাবেক সিনিয়র ছাত্রনেতা কামরুল হাসান শান্ত, কৃষকদলের যুগ্ন আহব্বায়ক বাবু মোল্লা, বিএনপি নেতা, কামাল সেখ, ছাত্র নেতা গাজি মাজাহারুল ইসলাম, শফিকুল ইসলাম, ও মোহাম্মদ আফতাব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেন ১৯৭১ সালে স্বাধীনতার জন্য উন্মুখ জনগণ যখন চরম ভীতি ও হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিল তেমন এক কঠিন সময়ে, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ঘোষণার মধ্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ ও আশান্বিত করে তুলেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। একইসাথে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন। অবশেষে দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা। পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে ক্ষমতায় ঠিকে ছিল। বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী নামে গায়েবী মামলা, জেল জুলুম নির্যাতন করেও বিএনপি ভাংতে পারে নাই। এখন তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাজ করার আহব্বান জানান।
তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।