রফিকুল ইসলাম তুষার, সুজানগর পাবনা প্রতিনিধি:
রফিকুল ইসলাম তুষার: সুজানগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুস সালাম মোল্লা।
শনিবার ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ রোড থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ করে, সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে পৌরসভার মেয়র প্রার্থিতা ঘোষণা করেন তিনি।
এ সময় সমাবেশে বক্তব্যদেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক ক্রিয়া সম্পাদক মজিবর খান, পৌর যুবদলের সাবেক আহব্বায়ক সিদ্দিক বিশ্বাস, পৌরযুবদলের আহব্বায়ক আনোয়ার মোল্লা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল বাতেন। সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দূর আওয়াল মেম্বার, ৪ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মোঃ বারেক, ২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ জালাল, ৩ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল খান, বিএনপি নেতা অমর শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মধু বিশ্বাস, ইউসুব আলী টোকন,এন,এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, যুবদল নেতা আনোয়ার প্রাং,আরিফ বিশ্বাস, মানিক, সেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলম মন্ডল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় মেয়র প্রার্থী সালাম মোল্লা বলেন, পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে রাজনীতি করে আসছেন। তিনি এলাকার উন্নয়নে সব সময় জনগণের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। এর ফলে, সুজানগর পৌরসভাবাসী এবার তাকে মেয়র হিসেবে দেখতে চায়। তাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এবং দলীয় নেতাদের পরামর্শে, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এসময় তিনি সুজানগর পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান।
জানাযায় আব্দুস সালাম মোল্লা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি পরিবারের সন্তান। তার পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা।ছাত্রজীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। তিনি (১৯৮৯-১৯৯১) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের সভাপতি, (১৯৯২-১৯৯৬) সুজানগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক, (২০০৯-২০১৯) ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি,(২০১০-২০১৫)পৌর বিএনপি’র যুগ্ন আহব্বায়ক,(২০১৫-২০১৮)পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক, (২০২০-২০২৩)বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন এবং বর্তমানে পৌর বিএনপি’র যুগ্ন আহব্বায়ক এর দায়িত্ব পালন করছেন।