মুহাম্মাদ তাফাজ্জুলুল হক ফয়জী পল্টন প্রতিনিধি:
২০১৮ এর পহেলা ডিসেম্বর টঙ্গী মাঠে ইজতেমার মাঠ প্রস্তুতি করা অবস্থায় তাদের উপর অতর্কীত হামলা করে ভারতের মাওলানা সাদের অনুসারীরা ঐ হামলায় একজন নিহত সহ হাজারের অধিক মানুষ আহত হয়, এবং গতকাল ১২ ই ডিসেম্বর ২৪ ইং রোজ বৃহস্পতিবার আবারও তারা টঙ্গী ইজতেমার মাঠের কাজে বাধা দেয়ার চেষ্টা করে এবং বহু তাবলীগ এর সাথীদের আহত করে, উক্ত হামলার প্রতিবাদে এবং হামলাকারিদের বিচারের দাবীতে আজ ১৪/১২/২৪ ইং রোজ শুক্রবার জুমার নামাজ এর পর জাতীয় মসজিদ বাইতুল মোকারামের উত্তর গেইটে তাওহীদি জনতার ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়,উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন এদেশে দ্বীনের কাজ আলেমদের তত্ত্বাবধানেই চলবে, পলাতক স্বৈরশাসক এর দোসররা স্বৈরাচার এর মদদে দেশের মধ্যে অরাজকতা করতো এবং নিরীহ তাবলীগ এর সাথী ও মাদ্রাসার নিস্পাপ শিশুদের উপর নেক্কারজনক হামলা করে,এবং দেশের মানুষকে আলেমসমাজ থেকে বিছিন্ন করার অপচেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে তারা আলেমদের উপর হামলা করে এবং এবং দেশের সর্ব বৃহত দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সহ দেশের শির্ষ আলেমদের নামে মিথ্যা মামলা করে, এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এর সম্মানিত খতিব আল্লামা মুফতী আব্দুল মালেক সাহেবকে অপমান করার মতো নেক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত এর বিচার কামনা করছি,এবং তিনি আরও বলেন এদেশে কোন ক্রমেই ভারতের মাওলানা সা'দকে বাংলাদেশে আসতে দেয়া হবে না, উক্ত সমাবেশে হেফাজতে ইসলামের আরেক নায়েবে আমির মাওলানা কোরবান আলি সহ বহু আলেম এবং তাবলীগ এর সাথীবৃন্দু বক্তব্য দেন, সমাবেশ শেষে বাইতুল মোকাররম থেকে তারা বিক্ষোভ মিছিল করে বিজয় নগর গিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করেন।