রফিকুল ইসলাম তুষার, সুজানগর পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগরে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের উপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (১১ ডিসেম্বর ) দুপুরে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সুজানগর বাজার ও উপজেলা চত্বর ঘুরে পৌরসভার সামনে এসে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের উপর হামলা ও লাঞ্ছিতকারি স্থানীয় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হোসেন আলহাজ্ব,সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপি'র আহবায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, পৌর বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম মোল্লা সহ কলেজের শিক্ষকবৃন্দ। জানাযায় এর আগে রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে কলেজের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসাইনকে কার্যালয়ে অবরুদ্ধ করে তার উপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে স্থানীয় দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার (১১ ডিসেম্বর) সুজানগর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।