মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বেকসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে সদর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা রাস্তার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়ে এক পথসভায় মিলিত হয় । পরে পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব মোঃ আলমগীর কবির মান্নু প্রমুখ । এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার আমাদের নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করে বছরের পর জেল হাজতে আটকে রেখেছে, এবং তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এবং আইনগত ভাবে মোকাবলা করে এই মিথ্যা মামলা থেকে তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এসময় পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাস্তান হাফিজ, এইচ এম ফারুক হোসাইন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, যুবদল নেতা আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা মোঃ আল আমিন হোসেন, সাদিকুল ইসলাম, বরকত উল্লাহ, আরিফুল ইসলাম হাওলাদার, রিয়াজুল ইসলাম শুভ, আরিফুল ইসলাম শেখ, আসাদুল ইসলাম বাবু সহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।