মো:আসাদুজ্জামান নুরঃ
গাজীপুরে কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে মহান বিজয় দিবস পাড়া ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজ ১লা ডিসেম্বর দুপুর ২ টা থেকে খেলা উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন, উদ্বোধক : আফতাব উদ্দিন আকন্দ, (নায়েবে আমির, বাংলাদেশ জামায়েত ইসলামী,কালীগন্জ উপজেলা, সভাপতি মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ প্রধান অতিথি : লুৎফর রহমান (সাবেক মেয়র কালীগঞ্জ পৌরসভা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী (সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি), গোলজার হোসেন মাস্টার (সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি) মশারফ হোসেন আকন্দ (সিনিয়র সহ-সভাপতি) খোরশেদ আলম কাজল (কালিগঞ্জ পৌর বিএনপি) শামসুল আলম মাস্টার (সাংগঠন সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি) রাশিদুল হাসান রিপন (সদস্য সচিব কালিগঞ্জ পৌরসভা দল) কাউছার আহমদ কাজল প্রিয় সম্পাদক কালীন করবেন, মাজারুল ইসলাম বিপ্লব, নূর হোসেন নূর (গাজীপুর জেলা যুবদল) সৈকত হোসেন ইমরান (পৌর ছাত্রদলের সদস্য সচিব কালীন শ্রমিক কলেজ ছাত্রদল) উক্ত খেলায় মাঝির একাদশ বনাম নিউ এলিভেন করেন প্রসেনজিমাঝি ভাই একাদশ কে ১৩৮ রানের টার্গেট দেয় ইদানিংসে ৫৯ রানে অল আউট হয়ে যায় । নিউ এলিভেন ৭৮ রানে জয়ী হয় ম্যাচটি নিউ ইলেভেন ৬৬নে মানব দা ম্যাচ হন নাদিম পালোয়ান।