রফিকুল ইসলাম তুষার (সুজানগর পাবনা প্রতিনিধি):
পাবনার সুজানগরে গতকাল ১লা ডিসেম্বর ২০২৪ রোববার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ র্যামলি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধা ৭টায় পৌর ভবনের সামনে থেকে র্যা লিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এবং উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার সাবেক প্রভাবশালী ছাত্রনেতা ও বি এন পি নেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডল, সুজানগর উপজেলা বিএনপির সাবেক ক্রিয়া সম্পাদক মজিবর খান, উপজেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ শাজাহান শেখ, সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল, সুজানগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ফজলুল হক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহিদ বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রইচ বিশ্বাস, পৌর যুবদলের সদস্য কামাল শেখ ও বিএনপি নেতা রুহুল আমিন খান প্রমুখ। বক্তারা আগামী দিনে জনগণকে ঐক্যবদ্ধকরে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে কাজ করার অঙ্গীকার করেন। এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সকল আসামীর অব্যহতির বিষয়ে উপস্থিত সবাইকে তাৎক্ষনিক জানান।