রফিকুল ইসলাম তুষার, পাবনা সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে গতকাল ৩০ নভেম্বর,২০২৪ শনিবার বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও পৌর বিএনপির ব্যানারে বিকাল চার ঘটিকায় সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ সরদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শরিফুল ইসলাম শাওন, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল,কেন্দ্রীয় সংসদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ক্রিয়া সম্পাদক মোঃ মজিবর খান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল বাতেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক শেখ কেরামত আলী, পৌরযুবদলের আহব্বায়ক আনোয়ার মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মধু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক শফিকুল ইসলাম, ইউসুব আলী টোকন, এন,এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আনছার মেম্বর, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলম মন্ডল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যকালে পাবনা-২ এর কান্ডারী আব্দুল হালিম সাজ্জাদ বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে হটিয়েছে এ দেশের ছাত্রজনতা। ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদেরকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধকরে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী দুঃশাসনে যারা জড়িত ছিলো তাদের সবাইকে আইনের আওতায় এনে এদেশের মাটিতেই বিচার করা হবে ইনশাআল্লাহ। বিগত প্রায় ১৬ বছর আমরাই ফ্যাসিবাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমাদের ধৈর্য ধরে সততার সঙ্গে এগোতে হবে, যাতে আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে পারি। তিনি সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টিসহ নানান ষড়যন্ত্র করছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
কর্মী সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী এবং শত শত নারী ভোটার উপস্থিত ছিলেন।