মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী:
দেশের অন্যতম বৃহত্তর মাহফিল চরমোনাইয়ের অগ্রহায়নের তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিল গত বৃহস্পতিবার শুরু হয়ে, আজ শনিবার ফজরের নামাজের পর খাছ বয়ান এবং আমিরুল মুজাহিদীন চরমোনাইয়ের বর্তমান পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাহেব এর মুনাজাত এর মাধ্যমে সমাপ্তি হয় উক্ত মাহফিলে দেশ বিদেশের বড় বড় ইসলামীক স্কলার গন অংশগ্রহণ করেন, এবং দেশের প্রত্বন্ত অঞ্চল থেকে মুসল্লীরা পঙ্গপালের মতো ছুটে যান নিজের দিলের খোরাক হাসিলের জন্য, এবং চরমোনাইয়ের বুজুর্গদের ( কুতুবে আলম সৈয়দ ইসহাক রহ. সৈয়দ মাওলানা ফজলুর করিম রহ.) দের কবর যিয়ারত করেন, মাহফিলে মানুষের এছলাহ, ঈমান বৃদ্ধি এবং তাকওয়া হাসিলের জন্য শ্রোতাগনকে উদ্বুদ্ধ করেন, উক্ত মাহফিলে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চট্টগ্রামের এডভোকেট সাইফুল হত্যার বিচর দাবী করেন এবং দ্রত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবী জানান, ইসকনকে নিষিদ্ধ করার দাবী ও উঠান মঞ্চ থেকে, উক্ত মাহফিলের মুনাজাত শেষে সকলে যেন গুনাহমুক্ত পরিশুদ্ধ আত্মা নিয়ে বাড়ি ফেরার তাওফিক সেই কামনা করেন ।