এনামুল হক নাঈম, ক্রীড়া প্রতিনিধি:
দুই দিন আগেই এক ভিডিও বার্তার মাধ্যমে টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন ইমরুল কায়েস। আগামীকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজের শেষ চার দিনের ম্যাচ খেলবেন বাঁহাতি এই ব্যাটার। মাঠে নামার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।শুক্রবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে করেছেন ইমরুল কায়েস।
পোস্টে তিনি লিখেছেন, কালকে ১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগঘন মুহূর্ত।
এই পোস্টে নিজের ক্রিকেটার হওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবাকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেন ইমরুল। তার ভাষ্য, যে মানুষটা না থাকলে হয়তো আমার ক্রিকেটার, কিংবা আজকের ইমরুল কায়েস হয়ে ওঠা হতো না। সেই মানুষটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ, আমার বাবা।আমার বাবা সবসময় বলতো, যেদিন তুমি লর্ডস এ খেলবা, আর ব্যাট উঠাবা দর্শকদের দিকে, সেইদিন আমি হবো সবচেয়ে হ্যাপি মানুষ। মেহেরপুরে, আমার যখন মাত্র ৬-৭ বছর বয়স, তখন বাবা আমাকে একটা ক্রকেট ব্যাট বানিয়ে দিয়েছিলেন। তারপর তিনি বল করতেন, আমি ব্যাট করতাম। আমি সবসময় চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আমার বাবার আদর্শ আর সততারর জালে ঘিরে রাখার।’টেস্ট এবং প্রথম শেণির ক্রিকেট থেকে অবসর নিয়েও ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন ইমরুল। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। অবশ্য বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ককে ‘বি’ ক্যাটাগরিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন।
জাতীয় দলের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৭৯৩০ রান করেছেন তিনি।