রফিকুল ইসলাম তুষার, (পাবনা সুজানগর প্রতিনিধি):
পাবনার সুজানগরে গতকাল ১৩ নভেম্বর বুধবার (এনএসআই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জালে কামরুল হাসান (৪৫) নামে এক প্রতারক চাকরিদাতা আটক হয়েছে। সে পাবনার বেড়া উপজেলার আলহেরা নগর গ্রামের মৃত মেহেদী হাসানের ছেলে। বুধবার দুপুর ২টার দিকে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সম্প্রতি সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের জনৈক ব্যক্তিসহ পাবনার বিভিন্ন গ্রামের ১৩ জন চাকরি প্রত্যাশী মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকরির ভাইভা সম্পন্ন করেন। এরই এক পর্যায়ে চাকরিদাতা প্রতারক কামরুল হাসান মৎস্য অধিদপ্তর থেকে চাকরি প্রত্যাশী ঐ সকল ব্যক্তির নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন। এক পর্যায়ে সে নাজিরগঞ্জের চাকরি প্রত্যাশী জনৈক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার শতভাগ নিশ্চয়তা দেন এবং চাকরি পেতে ১১ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করেন। এ সময় চাকরি প্রত্যাশী জনৈক ব্যক্তি তার প্রস্তাবে রাজি হন। বিষয়টি গোপন সূত্রে পাবনা জেলা এনএসআই কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হলে তারা প্রতারক কামরুল হাসানকে আটকের জাল পাতেন। একপর্যায়ে বুধবার দুপুর ২টার দিকে ভুয়া চাকরিদাতা প্রতারক কামরুল ১১ লক্ষ টাকা নিতে নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় চাকরি প্রত্যাশী ওই ব্যক্তির কাছে আসেন। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা এনএসআই'র জনৈক কর্মকর্তা তাকে আটক করে নাজিরগঞ্জ ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে উক্ত প্রতারক কামরুলের বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান।