এনামুল হক নাঈম, ক্রীড়া প্রতিনিধি:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বরে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে দেখা যাবে দেশের ক্রিকেটের অনেক বড় তারাকাকে। এবার জানা গেলো, এনসিএল টি-টোয়েন্টিতে তামিম ইকবাল খেলবেন পাঁচ ম্যাচ।এই বছরের মে মাসের পর থেকে আর মাঠেই দেখা যায়নি তামিমকে। তবে এই সপ্তহে মিরপুরে অনুশীলন করেছেন এই বাঁহাতি ওপেনার। সাবেক বাংলাদেশ অধিনায়ক বিপিএলে ফেরার প্রস্তুতি হিসেবে এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন পাঁচ ম্যাচ। টি-স্পোর্টসকে নিশ্চিত করেছেন, ৩৫ বছর বয়সী তামিম নিজেই। বিপিএলে ঠিক আগের আসরেই তামিমের নেতৃত্ব বরিশাল হয়েছে চ্যাম্পিয়ন। নিজেও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল এই ব্যাটার এবারও খেলবেন বরিশালের হয়ে। বিপিএলে সবমিলিয়ে ১০৪ ম্যাচে ব্যাটার তামিম ৩৭.৬০ গড়ে ৩৪২২ রান করেছেন। ২৮ ফিফটির তামিমের রয়েছে দুই বিপিএল সেঞ্চুরিও।