স্টাফ রিপোর্টার নাদিয়া ইসলাম
প্রেম একটা স্বর্গীয় অনুভূতি। জীবনের কোনো না কোনো ক্ষেত্রে প্রতিটা মানুষই প্রেমে পড়ে এটাই বাস্তবতা। প্রেম আছে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময়। প্রেম বিভিন্ন রকমের হলেও (দেশপ্রেম, নারীর প্রতি প্রেম,সৌন্দৌর্যের প্রতি প্রেম, অর্থসম্পত্তির প্রতি প্রেম, সুনামের প্রতি প্রেম) সাধারণ অর্থে নারীর প্রতি পুরুষের বা পুরুষের প্রতি নারীর আবেগ অনুভূতির বহিঃপ্রকাশকেই প্রেম বলে।
প্রেমের সফলতা পৃথিবীকে স্বর্গের রূপ দেয়, তেমনি প্রেমের ব্যর্থতা মানুষের জীবনেকে করে দেয় ধ্বংস। যুগে যুগে কবি – সাহিত্যিকগন প্রেম ও ভালোবাসা নিয়ে তাদের মনের অনুভূতিকে প্রকাশ করেছেন, সেসব অনুভূতিকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় যেমন -প্রেমের মজার উক্তি, প্রেমে ব্যর্থতার উক্তি, নিঃস্বার্থ প্রেমের উক্তি ইত্যাদি। তাদের এসব আবেগ-অনুভূতির উক্তি গুলি সাধারণ মানুষকে কষ্টের মাঝেও একটু প্রেরণা দেয় ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তাই ব্যর্থ প্রেমের কিছু উল্লেখযোগ্য কথা তুলে ধরেন সেই ব্যর্থ প্রেমিক রাকিবুল ইসলাম
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রেম একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই। ব্যর্থ প্রেমের পরও থাকে একজনের বুকবাধা আশা আর অন্যজনের সারা শরীরজুড়ে অহংকার। ভালোবাসা পাওয়ার চাইতে ,ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। সে চলে যাওয়ার সময় আমার একটুকরো হৃদয় নিয়ে চলে গেছে। লোকে বলে আমার প্রেম নাকি ব্যর্থ তবে আমি বলি সে ব্যর্থ। -হুমায়ুন ফরিদী
প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা। আমরা নিজেদের যতটাই পূর্ণবয়স্ক দেখানোর চেষ্টা করি না কেন প্রেম ব্যর্থ হওয়ার পর আমরা সবাই বাচ্চা হয়ে যাই। প্রেম স্বর্গের মতো কিন্তু যখন তা ব্যর্থ হয়ে যায় তখন তা নরকের চেয়েও বেশি পীড়া দেয়। প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না।
পরিশেষে ব্যর্থ প্রেম নিয়ে এটাই প্রমাণ করে প্রেম ছাড়া পৃথিবী অকল্পনীয়। প্রেম আছে বলেই মানুষ পৃথিবীকে নতুন করে সাজাতে চায়, নতুন ভাবে বাঁচতে চায়। প্রেম আছে বলেই মানুষ স্বপ্ন দেখে হাজার বছর বাঁচার জন্য সংগ্রাম করে সমস্ত প্রতিকূলতার মাঝেও নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে।