রফিকুল ইসলাম তুষার পাবনা সুজানগর প্রতিনিধি:
গতকাল বুধবার ৩০/১০/২০২৪ খ্রি. তারিখে সুজানগর উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৪ জেলেকে আটক করে সুজানগর থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য বিভাগ। অভিযান পরিচালনা কালে ০৬ হাজার মিঃ কারেন্ট জাল জব্দ করা হয় অসাধু মৎস্যজীবিদের কাছ থেকে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জনসম্নুখে উক্ত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সুজানগর থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত ০৫ কেজি ইলিশ মাছ নিশ্চিন্তপুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পরে ৪ জন জেলেকে মোবাইল কোর্ট এর মাধ্যমে প্রতিজনকে ৩০০০/- হাজার টাকা করে মোট ১২,০০০/- টাকা জরিমানা করে ছেরে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা নির্বাহী অফিসার, সুজানগর,পাবনা।