মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় মোঃ শাহ-আলম নামের এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পাড়েরহাট উমেদপুরের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো:শাহ-আলম উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ রয়েছেন এবং তার বিরুদ্বে মাদ্রাসায় একাধিক দূর্নীতির ও অভিযোগ রয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসাইন বলেন, ‘গত ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে ককটেল হামলার অভিযোগে থানায় মামলা হয়। ঐ মামলায় আওয়ামীলীগ নেতা মো: শাহ-আলম কে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত বাকি আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।