নিজস্ব প্রতিবেদকঃ
২৭ অক্টোবর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিন উপলক্ষ্যে যুবদলের সকল নেতা-কর্মীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা ও স্বার্থকতা কামনা করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম ।
গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জাহিদ হাসান পাপ্পু জানান, 'তৎকালীন প্রেসিডেন্ট ও আমাদের শ্রদ্ধেয় নেতা জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রাণপ্রিয় সংগঠন বিএনপি'র নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সহযোগী সংগঠন হিসেবে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা রাখতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি।
আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং মা, মাটি ও মানুষের কল্যাণে আমরা সকলে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা।
তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নেট দিক নির্দেশনা মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের হাতকে আরো শক্তিশালী করতে আমরা যুবদলের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার ব্যক্ত করছি'।