মিতু আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার খবরে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে এই আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। আনন্দ মিছিল শেষে শহরের চাষাঢ়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, জনগণের হৃদয়ের দাবী ছিল এটি। গতকাল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকুতি ছিল তা পূরণ হয়েছে।