রফিকুল ইসলাম তুষার (সুজানগর প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে সুজানগর উপজেলা প্রশাসন। যানা যায় ইউনিয়নের ৪টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে আজ সোমবার (২১ অক্টোবর) সাগরকান্দি বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন বিএনপির দুটি গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন। উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এবং এর ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা দেখা দেয় বলে সাগরকান্দি ইউনিয়নের সাগরকান্দি বাজার এলাকা, শ্যামগঞ্জ বাজার এলাকা, খলিলপুর বাজার এলাকা এবং তালিমনগর সুইচগেট সংলগ্ন এলাকায় ২১/১০/২০২৪ খ্রি. তারিখ দুপুর ১২:০০ ঘটিকা হতে রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। জানা যায় গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনে পর সেখানে এই দুই গ্রুপের একাধিক বার মারামারির ঘটনা ঘটেছে। আবদুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের সমর্থক এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সমর্থক। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, আমরা জানতে পেরেছি দুটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে। তারা থানায় বিধি মোতাবেক অবহিত করেনি। দুদিন আগেও সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এবং এর ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা দেখা দেয় বলে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাগরকান্দি ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা কয়েকদিন আগে প্রশাসনকে অবহিত করেই সমাবেশ ডেকেছিলাম। কিন্তু আজকে সুজানগর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।