তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দোয়েল আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার(১৯ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোয়েল আবাসিক হোটেল একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেল ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আবু সাঈদ বাবু (২২)। সে তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং দোয়েল আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রবীর কুমার সরকার।
তিনি বলেন,রাতে দোয়েল আবাসিক হোটেলের মালিক মনিরুজ্জামান তুষার তার হোটেলের সার্বিক ব্যবস্থা ঠিক আছে কি না দেখতে যান। পরে হোটেলের ম্যানেজারের রুমের দরজা ভিতর থেকে বন্ধ পান। পরে ডাকাডাকি করে সারা শব্দ পান না তিনি। তারপর ঘুরে ফিরে আসে দেখেন ওই রুমের ভাড়া হয়েছে কি না। পরবর্তী অনেক ডাকাডাকি করে না পেয়ে জানালার ফাঁক দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানালে পুলিশে খবর দেন । পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আবাসিক হোটেলে আসেন এবং মেশিনের মাধ্যমে দরজার সিট কিনি খুলে কক্ষে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় পাশে একটি তার ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।