রফিকুল ইসলাম তুষার, সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগর পৌর শহরে ১৯ অক্টোবর মধ্যরাতে ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাজারের দোকানীদের মধ্যে হাসান আলী, আহম্মদ আলী ও আবুল হোসেনের ৩টি দোকানে শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। এসময় নগদ প্রায় দেড় লাখ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোর ।
এ ঘটনায় সুজানগর থানায় হাসান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঐ চুরির ঘটনার অদ্য রাত্র আনুমানিক ০১:৩০ ঘটিকায় সুজানগর থানার নিয়মিত জরুরী ডিউটি ইনচার্জ এসআই (নিঃ) মো: নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ সুজানগর বাজারে অবস্থানকালে হাতেনাতে আটক করে উক্ত চোরের কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা চুরি যাওয়া বেশকিছু মালামালসহ থানা হেফাজতে নিয়ে আসে। গ্রেফতারকৃত চোর মো: আলামিন (২৭), পিতা- মো: লিয়াকত মিয়া, সাং- ঘোপসিলন্দা- নাটিয়াবাড়ি, থানা- আমিনপুর, জেলা- পাবনা।
সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, চোর চক্রের অন্য সদস্যদেরকে গ্রেফতার ও চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।