সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে সনমান্দী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা আলোচনা সভা করেছেন।
১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পশ্চিম সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনমান্দী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহাগ হাসান এর সঞ্চালনায় ও সনমান্দী ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদল এর সদস্য আওলাদ হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন সেচ্ছাসেবকদল এর সভাপতি মফিজুল ইসলাম, পশ্চিম সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান রাসেল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান মেম্বার, সনমান্দী ইউনিয়ন শ্রমিকদল এর যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, বিএনপি নেতা রিপন, যুবদল নেতা জাব্বার সহ সনমান্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোসলেহউদ্দীন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের সংগঠন।
বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার এর জায়গা নেই। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর নেতৃত্বে আমরা নেতাকর্মীরা একত্রিত আছি।