রফিকুল ইসলাম তুষার, সুজানগর প্রতিনিধিঃ
পাবনা সুজানগরে গতকাল পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ অভিযান চালায়, এ সময় ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী এলাকা থেকে ইলিশ মাছ আহরণকালে ৪ (চার) জন মৎস্যজীবিকে গ্রেফতার করা হয়। তাদের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ ১৭ অক্টোবর সাতবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে নৌপুলিশ এর সহেযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক স্পীডবোটের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩ জনকে ৬০ (ষাট) কেজি ইলিশ মাছ সহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতবাড়ীয়া নতুনপাড়া গ্রামের মোঃ আব্দুল হালিম (২৮), ও একই গ্রামের মোঃ আকাশ মন্ডল (২১)কে ০১ (এক) বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের শরিফুল ইসলাম নামে অপর এক অপ্রাপ্ত বয়স্ক মৎস্যজীবীকে ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিযানে আনুমানিক ৩৫ টি কারেন্ট জাল আটক করে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।