রফিকুল ইসলাম তুষার সুজানগর প্রতিনিধিঃ
পাবনা সুজানগরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার গন বিপ্লবে সংগঠিত গনহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সস্পদ বাজেয়াপ্ত ও তাদের কে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সুজানগর পৌর শহরের হাসপাতাল গেইট চত্বরে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন সুজানগর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুস আলী হেলাল এর সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন পাবনা পূর্ব জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা সোলায়মান জাহাঙ্গীর।
গণসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের পাবনা জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মাওলানা আঃ সবুর, সহ-সভাপতি মুফতি কাজী শফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলন পশ্চিমের সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন ফরিদী, সাংগঠনিক সম্পাদক কে এম আমির হামজা, জাতীয় ওলামা সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দীন আশরাফী, সাংগঠনিক সম্পাদক নাজিরগঞ্জ ইউনিয়ন ইসলামী আন্দোলন, আব্দুর রাজ্জাক রতন, সাংগঠনিক সম্পাদক যুব আন্দোলন পাবনা জেলা মোঃ আব্দুল হাকিম, সভাপতি ছাত্র আন্দোলন পাবনা জেলা পূর্ব মোঃ মুরছালিন, সহ-সভাপতি ফরিদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ সিয়াম হোসেন, সুজানগর থানা যুব আন্দোলন সাধারণ সম্পাদক সাধারণ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হাটখালী ক্বারী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাজিরগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
গণসমাবেশে বক্তাগণ গনহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সস্পদ বাজেয়াপ্ত ও তাদের কে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জনতার কাছে তুলে ধরেন। গণসমাবেশে ইসলামী আন্দোলন পাবনা জেলা শাখা, সুজানগর উপজেলা ও বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারন উপস্থিত ছিলেন।