মো: মারুফ হোসেন,বড়লেখা, মৌলভীবাজারঃ
গত ১২ অক্টোবর ২০২৪ এ প্রায় ২৫ বছর পর মৌলভীবাজার জেলা, বড়লেখা উপজেলা, শাহবাজপুর ইউনিয়নে কর্মীসভা ও আনন্দ র্যালি করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিগত ২৫-৩০ বছর ধরে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে কোন প্রকার কর্মীসভা বা আনন্দ মিছিল করতে পারেনি।
এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অধ্যাপক আব্দুস সহিদ খান ও আরো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নানা কর্মী।
তারা এখানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন। তারা বলেন, আমরা মৌলভীবাজারে কোন রকম র্যালি বা কর্মিসভা করার সিধান্ত নিলে আমাদের উপর আওয়ামী বাহিনি আক্রমন ও হুমকি প্রদান করতো। কিন্তু এখন আমাদের আর কোন র্যালি করতে সমস্যা নাই । আমরা জাতীয়তাবাদী বাংলাদেশ ছাত্রদল সবর্দা বাংলার মানুষদের পাশে থাকবো। সর্বশেষ তারা দোয়ার মাধ্যমে তাদের কর্মিসভা সমাপ্তি করেন।