রফিকুল ইসলাম তুষার (সুজানগর প্রতিনিধি)
সময়বেলা
পাবনার সুজানগর উপজেলার পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৭টি পূজা মন্ডব পরিদর্শন শেষে পৌরসভার পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক সুব্রত কুমার কুন্ডু, পৌর শহর পরিচ্ছন্ন পরিদর্শক হাসান, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন।
এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক খোঁজখবর নেন ও পৌরসভার পক্ষ থেকে তাদের নিকট ৫০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।