রফিকুল ইসলাম তুষার, সুজানগর প্রতিনিধিঃ
পাবনা সুজানগরে পৌর বিএনপির উদ্যোগে বৃস্পতিবার (১০ই অক্টোবর) সুজানগর পৌর শহরের ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা ০৭টি পূজামণ্ডপ গুলোর পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পরির্শনকালে অন্যদের মাঝে উপস্থিতি ছিলেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, মুজিবর খান পৌরযুবদলের আহব্বায়ক আনোয়ার মোল্লা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল বাতেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মধু , এন,এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল- মামুন, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলম মন্ডল প্রমুখ।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা সকলের সহযোগিতার প্রত্যাশা রেখে বলেন-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও মর্যাদার বাংলাদেশ গড়ে তোলার লড়াই চলছে৷ সুজানগরে সকল সময়ই জাকজমজপূর্ণভাবে 'শারদীয় দূর্গা পূজা' পালনের ঐতিহ্য ধারণ করে এসেছে৷ এবারও তার ব্যাতিক্রম আমরা চাইনা৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র প্রতিহত করে সুজানগরে দীর্ঘদিনের শারদীয় ঐতিহ্য রক্ষায় সদা প্রস্তুত আছে।