নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ বাজারের শ্রী শ্রী রাম কানাই জিওর বিগ্রহ মন্দিরে চলছে শারদীয় দুর্গা পূজার সপ্তমীর মহোৎসব।
বিশাল এই উৎসবে যেনো কোনো প্রকার বাধা বা নৈরাজকতা সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রেখে মোতায়ন করা হয়েছে, ৬ জন আনসার সদস্য সহ ২ জন পুলিশ সদস্য, এবং সার্বক্ষণিক মনিটরিংয়ে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ শাখার ছাত্র-ছাত্রীরা।
পাশাপাশি মন্দিরের সুরক্ষা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর জিএম সাদরিল।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরকারি ভাতার বাহিরেও জিএম সাদরিল ভাইয়ের পক্ষ থেকে রয়েছে খাবার সহ সব ধরনের সমন্বয়।
যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ এবং আনসার সদস্যদের পাশে জিএম সাদরিল ভাই মোতায়ন করেছেন সেচ্ছাসেবকদের।
তারা যে কোনো পরিস্থিতিতে সব ধরনের নৈরাজকতা, বিশৃঙ্খলা, ফাসাদ দমাতে পুলিশকে সহযোগিতা করবে।
হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলে জানতে পারা যায়, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে মাথায় রেখে নদীর পাশে মন্দির হওয়ায়, তারা একটু ভীত ছিলো, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চৌকশ দ্বায়িত্ব এবং এলাকাবাসী সহ বসবাসকারী মুসলিমদের অভয়ে তারা এখন মহানন্দে, নির্ভয়ে পূজা করতে পারছেন বলে।
পূজা কমিটি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, পূজায় সহযোগিতা করা সমস্ত মহলকে।