স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার আসনের সাবেক তিন বারের মনোনীত এমপি আতাউর রহমান খান আঙ্গুর জানান গত ০৭/১০/২০২৪ইং তারিখে নারায়ণগঞ্জ একটি অনলাইন নিউজ পোর্টালে একটি অডিও কল রেকর্ড এডিট করে আমার নামে গুজব ছড়িয়েছে ।
এই কল রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই একটি কুচক্র মহল আমাকে হ্যয়ো করার জন্য মিথ্যা গুজব ছড়িয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে
আমি এই মিথ্যা কল রেকর্ড প্রচারের তীব্র নিন্দা জানাই ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘোষিত একটি খামার একটি বাড়ি প্রকল্প করেছিলেন সরকার আড়াইহাজার থানায় আমার তিন কোটি টাকার মালিকানা সম্পত্তি জোরদখল করে নেয় আমি ইউওনো কে লিখিত অভিযোগ দিয়েছিলাম এটি আমার জায়গা কইরেন না ইউনো জানান এমপি বাবু চাচ্ছে করার জন্য এবং করছেন
পরে লিখিত চিঠিতে জাগা ফেরত দেয়ার জন্য নিম্ন অফিস এসি ল্যান্ড অফিস রিপোর্ট দিয়েছে এই জায়গার সম্পূর্ণ আতাউর রহমান খান আঙ্গুর সাহেবের এখানে কোন সরকারি জায়গা ও একাওর নেই ।
তাদের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে তো আমার জায়গা জোর দখল করে নিতে পারতোনা এবং আড়াইহাজার থানায় আমাকে মিছিল মিটিং করতে দেয়নি এবং কি রোজার মধ্যে আমাকে ইফতার করতে পারিনি এই এমপি বাবুর অত্যাচারে ।
শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী তার সাথে আমার কোন সংক্ষিপ্ততা রাখা ও কথা বলার প্রশ্নই ওঠে না ।
আমার পূর্বপুরুষ থেকে রাজনীতি করে আসছে আমিও রাজনীতি করি রাজনীতি কি আমি বুঝি আড়াইহাজারের সাধারণ মানুষ আমাকে তিনবার জাতীয় নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেছে পূর্বেও আমি মাঠে ছিলাম আগামীতে ও মাঠে থাকবো ইনশাল্লাহ।
দেশরত্ন বেগম খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান চান আমি আগামীতে জাতীয় নির্বাচন করবো ইনশাল্লাহ সাধারণ জনগণ আমাকে মনোনীত করবে এটাই আমার প্রত্যাশা।
আমি আড়াইহাজার বাঁশিকে বলতে চাই মিথ্যা গুজবে কান দিবেন না আমার উপরে ভরসা রাখবেন পূর্বে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম আগামীতে ও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ।