প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ৯:১১ এ.এম
তাইম হত্যার বিচারের দাবিতে আবারো জিরো পয়েন্ট ব্লক।

নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
আজ ৮/১০/২৪ মঙ্গলবার ইমাম হাসান তাইম সহ সকল শহীদের বিচারের দাবিতে ঢাকার জিরো পয়েন্ট এ ব্লোকেট কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী সহ জাস্টিস জুলাই এর সদস্য বৃন্দ এবং শহীদ পরিবারের অভিভাবক গন।
উক্ত কর্মসূচিতে জিরো পয়েন্ট সহ ঢাকার সকল রাস্তাঘাট ৫ঘন্টার অধিক সময় বন্ধ ছিল, সেখানে পুলিশ বাহিনীর সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচির ছাত্র জনতার উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করে। পরিস্থিতি পর্যালোচনা করে মাননীয় উপদেষ্টা নাহিদ মাহমুদ এর প্রতিনিধি আতিকুর রহমান ৮ জনের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের নিয়ে যান উপদেষ্টা মহোদয়ের সাথে সকল বিষয়ে আলোচনা করিয়ে দেন।
১। রবিউল ইসলাম
২। মোঃ সিফাতউল্লাহ তকি
৩।মোঃ হিমেল
৪।মোঃ মিজানুর রহমান
৫।রাহাত
৬।মোঃনাঈম গাজি
৭।আবু বক্কর
৮। রুহান
উপদেষ্টা মহোদয় সকল হত্যার বিচারের কার্যকরী পদক্ষেপ যত দ্রুত নেয়া যায় এবং কার্যকর করা যায় এ বিষয়ে সকলকে আশ্বস্ত করেছেন, রবিউল ইসলাম ভাই এর বাসায় রাতে ডিবি সহ আরো পুলিশ বাহিনী গিয়েছিল এ বিষয়ে তিনি অবয় দেন ও তাইম হত্যার খুনিদের দ্রুত বিচারের সর্বোচ্চ সসহয়তার কথা বলেন। ছাত্রজনতার সকল বিষয় সহযোগিতার কথা বলেন। আহতও নিহতদের নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠান করা হয়েছে সে বিষেয়ও আলোচনা করেন।
সচিবালয়ের ভিতরে আলোচনা চলমান অবস্থায় জিরো পয়েন্ট অবস্থানরতদের উপর পুলিশসহ স্বৈরাচারের দোষররা মিলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে দাবিত করে ফেলতে চেয়ে ছিল সেটা করতে পারেনি সেনাবাহিনী ও সচিবালয়ে আলোচনারত প্রতিনিধি দলের বিচক্ষণতার কারনে।
আজকের কর্মসূচি বাংলাদেশের সকল ধরনের প্রচার মাধ্যম প্রচার করেছেন উক্ত কর্মসূচিতে যারা যারা উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এম ডব্লিউ কলেজ, ধনিয়া কলেজ,ডিএমআরসি কলেজ, সহ বিভিন্ন কলেজের প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রী। ব্লকেট কর্মসূচি পালনে জনগণের কিছুটা কষ্ট হলেও সকলে স্বতঃস্ফূর্তভাবে হত্যার বিচারের দাবিতে সহমত প্রকাশ করেছেন এবং জনগণ উপস্থিত হয়ে সাপোর্ট করেছেন।
Copyright © 2025 somoybel. All rights reserved.