স্টাফ রিপোর্টার:মোঃইমরান।
বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন'র সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে
সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত । রোববার বিকেল ৪ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেসার উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, কোনো ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি
নষ্ট করা যাবেনা। আসন্ন দূর্গা পূজায় কেউ যদি নাশকতার চেষ্টা করেন তাকে মোটেও ছাড় দেয়া হবেনা। এদেরকে নির্মুল করতে যা কিছু দরকার হবে প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির উপজেলা শাখার আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, জামায়েত ইসলামীর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষকদের পক্ষে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা, মাধ্যমিক শিক্ষকদের পক্ষে কালিকাপুর রমিজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, উজ্জাপন পরিষদের পক্ষে অমিত সুর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর আসাদ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন রাজনৈনিক দলে নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ , প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন, মসজিদের ঈমামগন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরের পুরোহিত, সভাপতি সম্পাদক, পুজা উজ্জাপন পরিষদের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যরা। আগে বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় জনসচেনতা মূলক সভা ও ভিজিএফ সহায়তা প্রদান অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় গত ৫ সেপ্টেম্বর, শনিবার সকালে মেঘনা নদীতে বজ্রপাতে নিহত কবির মাঝির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এম/এস