কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হযরতপুর গবাদিপশুর হাট নিয়ে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর দৈনিক বাংলা, দৈনিক খোলাকাগজ ও কালবেলা অনলাইনে প্রকাশিত ছাত্রজনতার নামে হাট দখল লুটপাট শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতারা।
তাদের অভিযোগ পত্রিকায় প্রকাশিত উজ্জ্বল ,সাদ্দাম, সাজ্জাত হোসেন মনির, শাহারিয়ার কবির, অহিদুল হক খোকা, শোভনসহ কেউই সাধারণ ছাত্রজনতা নয় বরং সকলেই বিএনিপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন দলের নেতাকর্মী। এরা কেউ কখনো হাটে যায়নি তাই চাঁদাবাজির প্রশ্নই আসেনা। আমরা প্রকাশিত এমন মানহানিকর মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদকদের ভাষ্যমতে, হাটে গিয়ে তথ্য সংগ্রহকালে ছাত্রজনতার নাম করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে হয়তো প্রতিপক্ষকে গায়েল করতে একটি পক্ষ এসব নাম বলেছে পরবর্তীতে যার সত্যতা পাওয়া যায়নি। আর কয়েকটি নাম অভিযুক্ত ছাত্রদের নামের সাথে মিলে যাওয়া অনাকাঙ্ক্ষিত। প্রতিবেদনে তুলে ধরা বক্তব্যে প্রতিবেদকের নিজস্ব কোনও বক্তব্য যুক্ত করা হয়নি।