মোঃ তৌহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
গণসংহতি আন্দোলন সারা দেশব্যাপী তাদের গনসংলাপের আয়োজন করেছে। আজ নারায়ণগঞ্জের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই গণসংলাপের সূচনা হয়। সেখানে সকল স্তরের জনগণের সম্পৃক্ততায় এই আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, জামাতে ইসলামী দলের সম্পাদক, বাউল শিল্পী, সাংবাদিক, কুমুদিনী বাগানের জনগণ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ সাধারণ জনগণ।
বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। তারা তাদের রাজ্য অধিকারের মাধ্যমে বাংলাদেশে বসবাস করতে পারবে।
পরবর্তীতে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেনঃ বাংলার মানুষ নতুন একটি দলকে ক্ষমতায় দেখতে চায় যা শুধু নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে হতে পারে। তিনি আরো বলেন নারায়ণগঞ্জের ধন খ্যাত শামীম ওসমান এবং তার পরিবার কুমুদিনী বাগানের লোকদেরকে যেভাবে তাদের এটাকে ক্যান্সার হসপিটাল এর নামে দখল করেছে এবংসেখানে তারা গোডাউন হিসেবে ব্যবসা করে চলেছে তা বন্ধ করতে হবে ও কুমুদিনী বাগানে বসবাসকারী লোকদেরকে তাদের বাগান ফিরিয়ে দিতে হবে। তিনি সকলকে সচেতন করে বলেন এখনো আওয়ামী দোসররা বাংলায় রাজনীতি করার স্বপ্ন দেখছে, তার দৃষ্টান্ত সরকারি আমলাদেরকে দেখলেই বুঝা যায়। তিনি সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গঠনের শপথ নিয়ে তার বক্তব্য শেষ করে পরবর্তীতে গণসংগতী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন তার সমাপনী বক্তব্যের মাধ্যমে মাত বিনিময় সভার সমাপ্তি ঘটান।