কবি ও লেখক
সাকু মুছুল্লী
হায়রে আমার বন্ধু তুমি
বিচিত্র তোমার রুপ
এডাল থেকে ও ডাল ভেঙ্গে
থাকো তুমি চুপ ।
মরণ ব্যদি রুপের মতো
ঘাপটি মেরে থাকো
সুযোগ পেলে ক্ষতি করে
ডানা মেলে উড়ো ।
যার ঘরে বন্ধু সেজে
যাওগো যখন তুমি
সুযোগ পেলে ক্ষতি করে
পালাউ তখন তুমি ।
বিচিত্র তোমার রুপের বাহার
বিচিত্র তোমার ভাব
তোমায় দেখলে ঘূনা লাগে
মনে আসে রাগ।
এম/এস