নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
ইসলামি আন্দোলন বাংলাদেশ, অক্টোবর মাসকে দ্বাওয়াতী মাস হিসেবে ঘোষনা করেছে, এরই পরি-প্রেক্ষিতে ইসলামি আন্দোলন সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর শুরু করেছেন দ্বাওয়াতী কার্যক্রম।
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নবম-দশম শ্রেনীর ছাত্রদেরকে ইসলামের নাম করে নিজেদের সদস্য ফরম পূরণ করানো হচ্ছে,
স্থানীয় লোকজনের মতে এটা একটা রাজনৈতিক কার্যক্রম যা ইসলামের নাম বিক্রি করে এক প্রকার নিজেদের উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিদ্ধিরগঞ্জের (নলেজ আইডিয়াল স্কুল,) (লক্ষী নারায়ণ স্কুল,) (মিজমিজি বাতান পাড়া ফাজিল মাদ্রাসা) সহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ইসলামের দাওয়াত দেয়ার নাম করে নবম-দশমে পড়ুয়া ছেলেদের নিজেদের ফরম পূরণ করানোটা কতটুকু যৌক্তিক।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা চিটাগাং রোড শাখার সংগঠক নাজমুল ইসলাম মুহিব্বি সমালোচনা এবং ঠাট্টা করে বলেন।
আজকে যদি বিএনপি বা অন্য কেউ এইরকম নেককার জনক কাজ করতো তবে এই তথাকথিত বেশ দারি হুজুররাই ফতোয়া জারী করে হয়তো সবাইকে কাফির, মুনাফিক, বা নাস্তিক উপাধিতে ভূষিত করতো।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শ্রী শুভদেব বলেন,
মাওলানা ভাসানী বলেছেন, (নীল নদের পানি যেমন নীল নয়,- ঠিক তেমনই ইসলামি দল মানেই ইসলাম নয়)
যারা দাঁড়ি টুপি মাথায় দিয়ে ইসলামকে পূজি করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা করে, এরা আর যাই হোক সত্যি কারের মুসলমান হতে পারে না।
ইসলামি আন্দোলন সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর এই ধরনের কাজকে সমাজের সর্বস্তরের মানুষ অসমর্থন করে তুমুল নিন্দা জানিয়েছেন।
এম/এস