রফিকুল ইসলাম তুষার (সুজানগর প্রতিনিধি) :
গত ১৫/০৯/২৪ ইং তারিখে পুলিশ সুপার পাবনা কার্যালয়ের এক অফিস আদেশে ওসি জালাল উদ্দিকে বেড়া সার্কেল এবং পাবনা পুলিশ কন্ট্রোল রুম নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাকিউল আযমকে সুজানগর থানার ওসি হিসেবে পদায়ন করেন। আজ বুধবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। উপজেলার হাটখালি ইউনিয়নের কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদায়ী থানা অফিসার ইনচার্জ সাকিউল আযম। ধারণা করা হচ্ছে, গত তিন দিনের ব্যবধানে সুজানগর পৌরসভার নিশিপাড়া ও পালপাড়া দুটি দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়।
এম/এস